ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদ রাতেও ক্রেতা-বিক্রেতায় মুখর সিলেটের শপিংমল

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র কয়েকঘণ্টা পর দেশে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে সিলেট নগরীতে চাঁদ রাতেও চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ক্রেতা-বিক্রেতারা পার করছেন ব্যস্ত সময়।

 

সরেজমিনে শুক্রবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সিলেট নগরীর বন্দরবাজার লামাবাজার, জিন্দাবাজার, কুমারপাড়া, নয়াসড়ক, বারুতখানাসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা লোকে লোকারণ্য। এসব এলাকার শপিংমল যেমন আল হামরা শপিং সিটি, শুকরিয়া মার্কেট, লন্ডন ম্যানশন, বন্দরবাজার মধুবন সুপার মার্কেট, হাসান মার্কেট, জিন্দাবাজার ব্লু-ওয়াটার শপিং সিটি, সিলেট প্লাজা, মিলেনিয়াম, সিটি সেন্টার, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকার ফ্যাশন হাউজ ও শোরুমগুলোতে দেখা গেছে মানুষের ভিড়। মানুষজন ঘুরে ঘুরে তাদের পছন্দসই জিনিসপত্র, কাপড়চোপড় ও অন্যান্য সামগ্রী কিনছেন।

নগরের নয়া সড়ক এলাকায় চন্দ্রবিন্দু ফ্যাশন হাউসে কথা হয় আইরিন সুলতানা নিপার সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার কেনাকাটা প্রায় শেষ। টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করতেই চাঁদ রাতে বের হয়েছি।চাঁদ রাতে শেষ মুহূর্তের ব্যাপক সংখ্যক ক্রেতার আগমনে খুশি ব্যবসায়ীরা। তারা জানান, গত দুই তিনদিনের তুলনায় আজকে বেচাকেনা ভালো হচ্ছে।

 

নগরের লালাদিঘির পার হকার্স মার্কেটের ব্যবসায়ী জাহেদ হাসান বলেন, আলহামদুলিল্লাহ আজ অনেক কাস্টমার। বেচাকেনাও ভালো। গত কয়েকবছর করোনা মহামারির কারণে ব্যবসায় ধস নেমেছিল। এবার আমরা ব্যবসায়ীরা সেই ধকল কাটিয়ে উঠতে পারব বলে মনে হচ্ছে।

 

প্রচুর ক্রেতাদের ভিড় ঠেলেও কেউ কেউ খুশি তাদের পছন্দমতো কেনাকাটা করতে পেরে। কেউ আবার পরিবারের আবদার মেটাতে পেরেও তৃপ্তির ঢেকুর গিলছেন। নগরের রিকাবীবাজারের ব্যবসায়ী লাহিন মিয়া ঢাকা পোস্টকে জানান, আমার দোকানপাট বন্ধ করে রাত ১২টায় পরিবার নিয়ে মার্কেটে এসেছি। ভালো লাগছে যে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা করতে পারছি। যদিও সবগুলো মার্কেটে প্রচুর ভিড় তারপরও খারাপ লাগছে না কারণ পরিবারের আবদার মেটাতে পেরেছি।

 

এদিকে মানুষজনের সার্বিক নিরাপত্তা দিতে মহানগর পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ। তিনি জানান, মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা সদা তৎপর। মানুষের ঈদকে নির্বিঘ্ন করতে আমাদের একাধিক টিম মাঠে রয়েছে। মোড়ে মোড়ে ও শপিংমল এলাকায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন আছে।

 

 

ডি .এন .নিউজ .এইচ .এম .সালাহ উদ্দীন কাদের