ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালিতে জাতীয় পার্টির অফিস উদ্বোধন

মহেশখালি সংবাদদাতা:

কক্সবাজারের মহেশখালি উপজেলায় জাতীয় পার্টির উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১ জুলাই বিকাল ৪টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটায় অফিসটি চালু করা হয়। অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, মহেশখালীর কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ শাহাব উদ্দিন।

জাতীয় পার্টির মহেশখালি উপজেলা সভাপতি আলহাজ্ব আজিজুল হক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এটি উদ্বোধনের মধ্য দিয়ে দ্বীপ উপজেলা মহেশখালিতে জাতীয় পার্টির উপজেলা অফিস চালু হলো। এর ফলে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: