ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিজেকেএস খো খো লিগের উদ্বোধন কাল

ক্রীড়া প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল বিকেল ৪ টায় সিজেকেএস খো খো লিগ শুরু হচ্ছে।

লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র এবং বিসিবি’র পরিচালক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

লিগের উদ্বোধন উপলক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন খো খো কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।

বক্তব্য রাখেন কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, সিজেকেএস সহসভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।

 

এ লিগে মোট ১৯ টি দল অংশগ্রহণ করছে। লটারির মাধ্যমে দলগুলোকে ৬ গ্রুপে ভাগ করা হয়েছে।

লিগের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। এর মধ্যে ব্যয় সিজেকেএস ফান্ত থেকে যাবে বলে জানিয়েছেন আয়োজিত সংবাদ সম্মেলনে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: