ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পুলিশ হাসপাতালে ইসিজি মেশিন ও বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ইসিজি মেশিন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেছেন পুনাক সভানেত্রী রীতা দাস।

 

সম্প্রতি নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে ইসিজি মেশিন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন পুনাক, সিএমপির সভানেত্রী রীতা দাস।

এসময় সেখানে সিএমপি কমিশনার ও সিএমপি পুনাক-এর প্রধান পৃষ্ঠপোষক কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।

এছাড়া সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ- পিপিএম , অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম. এ মাসুদ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ,আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা ,উপ-পুলিশ কমিশনার (সদর)- মোঃ আব্দুল ওয়ারীশসহ পুনাক, সিএমপির নেতৃবৃন্দ ও বিভাগীয় পুলিশ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪