ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত

চট্টগ্রাম ব্যুরো অফিস:

 

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দোয়া মাহফিল, মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন।

 

বিশেষ অতিথি ছিলেন-সভাপতি মন্ডলী সদস্য আরিফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেকেনূর হালদার মামুন, দপ্তর সম্পাদক আবু তালেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিফ আহমদ ও সহসম্পাদক গৃজা প্রসাদ রাজ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি গাজি সাদেক। সঞ্চালনার দায়িত্ব ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ও সাংগঠনিক সম্পাদক জামাল শেখ।

 

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪