ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবানে সেনাবাহিনী অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

সিএনএন ডেস্ক:

বান্দরবানের আলীকদম সেনাজোনের (৩১ বীর) কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ বিতরণ করেন আলীকদম সেনা জোন কমান্ডার।

 

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ১০টায় লে. কর্নেল মো. সাব্বির হাসান আলীকদম জোনের আওতাধীন ইয়াংছা ও কানা মেম্বার আর্মি ক্যাম্প এলাকায় আলীকদম জোন কর্তৃক ঈদ-উল-আযহার আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্প গুলোতেও অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তায় ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসি বলেন, এ ধরনের ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্প সমূহে বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

 

নুর মোহাম্মদ,সিএনএনবাংলা২৪