ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (২৮ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের ৮০৫ নম্বর প্রধান পিলারের ১১ নম্বর উপ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা ধারাকান্ত গ্রামের আইয়ুব আলী ওরফে জসমুদ্দিনের ছেলে।

সীমান্ত সূত্রে জানা যায়, কুচলিবাড়ী সীমান্ত হয়ে ভারত ও বাংলাদেশের ৮-১০ জনের একটি দল ভারতীয় গরু আনা-নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিএসএফ রাণীনগর ৪০ ব্যাটালিয়নের বিষমা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বাংলাদেশি রাখাল আলমগীরের পায়ে গুলি লাগে। তার সহযোগীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি হাসপাতালে গোপনে ভর্তি করেন।

 

জগতবেড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মানিক হোসেন বলেন, শুনেছি সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে আলমগীরের পায়ে গুলি লেগে আহত হয়েছে। বর্তমানে গোপনে রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান ও কলসিরমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪