ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার

 

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় অবৈধভাবে সরকারি পাহাড় কাটার সময় মাটিচাপায় ইয়াছিন আরাফাত (২২) নামের এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রোহিঙ্গা মোস্তফা আহমেদের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মকতা মোহাম্মদ জাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সরকারি পাহাড় কাটা শুরু করেন। কিছু সময় পর উঁচু পাহাড় ধসে পড়ে। পরে আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক মিলে ওই এলাকায় পাহাড় কাটছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা পালিয়ে গেলেও ইয়াছিন মাটিচাপা পড়ে।

স্থানীয় কাউন্সিল ওসমান সরওয়ার টিপু বলেন, হঠাৎ পাহাড় ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মাটি কেটে ইয়াছিন আরাফাত নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করি।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে সরকারি পাহাড় কাটার সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: