ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ

মো: হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া নোয়াখালী:

নোয়াখালী হাতিয়ায় হরিণের মাথা, চামড়া ও ৩০ কেজি মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার দুপুর সাড়ে দুইটায় মেঘনা নদীর ঢালচর সংলগ্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়।

কোস্ট গার্ডের হাতিয়া কন্টিজেন্ট কমান্ডার লে. এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢালচরে অভিযান পরিচালনা করা হয়। সে সময় পাচারকারীরা একটি হরিণ জবাই করে মাংস প্রক্রিয়া করছিলেন।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে জবাই করা হরিণের ১টি মাথা, ১টি চামড়া, ৪ টি হরিণের পা ও প্রায় ৩০ কেজি মাংস জব্দ করা হয়। হরিণের মাংস রাতেই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।