ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে চিংড়িঘের থেকে দুই যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার অফিস :

কক্সবাজার শহরতলির খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে চিংড়ি ঘের থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।

শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় খুরুশকুল ইউনিয়নের মনুপাড়ার একটি খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল মনুপাড়া এলাকার জামালের ছেলে আবদুল খালেক (২৫) ও আবু তাহেরের ছেলে মুহাম্মদ ইয়াছিন।

স্থানীয় দুই যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী।

চেয়ারম্যান শাহজাহান বলেন, শুক্রবার সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত অবস্থায় খালের পাশে দুই যুবকের মরদেহ দেখতে পেয়ে খবর দেয়।
চেয়ারম্যান আরও বলেন, মাত্র দুইদিন আগে ওই দুই যুবক সাগর থেকে মাছ শিকার করে ফিরেছেন।নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান,শহরতলির খুরুশকুলের একটি খাল থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যু কীভাবে হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পরে জানা যাবে।