আবদুল হাকিম রানা,পটিয়া :
চট্টগ্রাম ১২ আসনের এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কৃষি বান্ধব সরকার প্রধান। তিনি সব সময় কৃষি ও কৃষকের উন্নয়নে খুবই আন্তরিক। তিনি জাতির পিতার দেখানো পথে কৃষির উন্নয়নে নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সফল হয়েছেন।
তিনিই ঘোষণা করেছেন কৃষক বাচলে বাংলাদেশ বাচবে। তাই কৃষকদের বাচাতে হবে। এমপি মোতাহের আরো বলেন শেখ হাসিনার সরকারের আমলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূনতা অর্জন করে। শুধু তাই নয় এ সময়ে সারা বিশ্বে শ্রেষ্ঠ ১০ ধান উৎপাদনকারীর স্থান দখল করেছে বাংলাদেশ। তাই আমাদের এ অর্জন ধরে রাখতে হলে কৃষকদের যথাযথ গুরুত্ব দিতে হবে। যা বিবেচনায় নিয়েই সরকার নানা প্রণোদনা বিশেষ করে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে যাচ্ছে।তিনি এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।
এছাড়া ও যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ১ ইঞ্চি জায়গা ও খালী না থাকে সেজন্য কৃষি বিভাগ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় সাধনের আহবান জানান। তিনি গতকাল পটিয়ায় ২০২৩- ২৪ অর্থ বছরে কৃষি পূণর্বাসন কর্মসূচির আওতায় খরিপ ১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটিয়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ইউএনও আলাউদ্দিন ভুইয়া জনীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারজানা চৌধুরী। এতে
প্রায় ৮০০ কৃষককে প্রণোদনা দেওয়া হয় বলে সূত্রে প্রকাশ।