ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা:

গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা কুখরালীর আমচাষী মোকছেদ মোড়লের বাগানে ওই আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাতসহ অন্যরা।

 

অনুষ্ঠান থেকে জানানো হয়, সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ-বিদেশে। তাই গুণগত মানের এই আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেয়া হয়েছে নির্ধারিত সময়। আম সংগ্রহ ও বাজারজাত ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯ মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাত, ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া আম, ১০ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।