ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় ৪ লাখ ঘনফুট বালু বনে মিলিয়ে দেয়ার আদেশ স্থগিত

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় টইটং মধুখালী এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে উত্তোলিত ৪ লাখ ঘনফুট বালু বনের ভেতর মিলিয়ে দেয়ার আদেশের সকল কার্যক্রম স্থগিত করেছে আদালত।

গত ৮ মে এ আদেশ দেন চকরিয়া সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাহিদ হোসাইন।

টইটং ইউনিয়নের অধিবাসী মেহেদী হাসান ফরায়জীর বিশেষ আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের বিগত ০২/০৫/২৪ ইং তারিখের আদেশের কার্যক্রম স্থগিত করত: জব্দকৃত বালু সমূহ আবেদনকারীর মালিকানাধীন কিনা তৎবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হইতে তদন্ত প্রতিবেদন তলব করত: যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে আবেদনকারী বরাবরে জিম্মা দেওয়ার আবেদন করেন।

আদালত বন বিভাগের পক্ষে এফসিসিও কে এবং দরখাস্তকারীর পক্ষে বিজ্ঞ কৌসুলির যুক্তি তর্ক শুনে আবেদনকারীর দাখিলী কাগজে উল্লেখিত বালু মহালের দাগ সমূহ ইউ ডি ও আর-১৭ টৈটং মামলার জব্দকৃত বালু উত্তোলনের স্থানের দাগের খতিয়ান ও মৌজার সাথে মিল আছে কিনা? তৎ বিষয়ে সংশ্লিষ্ট মৌজার সীট, খতিয়ান পর্যালোচনা করে আদেশ প্রাপ্তির ০৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য সহকারী কমিশনার (ভূমি),উপজেলা পেকুয়া জেলা: কক্সবাজারকে নির্দেশ প্রদান করেন।

আদালত পরবর্তী কার্যক্রমের সুবিধার্থে রেঞ্জ অফিসার, বারবাকিয়া বিগত ০২/০৫/২৪ ইং তারিখ প্রদত্ত আদেশের সকল কাজ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকগন বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে উত্তোলিত বালু মিলিয়ে দিলে বনের বালু বনে রয়ে যায় কিন্তু এতে বালু উত্তোলনকারী সিন্ডিকেটের চুরি হাত থেকে রক্ষা করা যাবে কি ? রাতের আধারে পাহাড় খেকোদের চুরির হাত থেকে এই বালু রক্ষা করা কঠিন হবে।