ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত ১০

আতিকুর রহমান,গাইবান্ধা:

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে গম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ১০ টার দিকে সদর উপজেলার তুলশীঘাটের হিলিপ্যাড সংলগ্ন এলাকার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এঘটনায় দুই যানবহনেরই চালকসহ অনন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গুরত্বর আহত হয়েছেন ট্রাকের চালক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসাপতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. নুরুল ইসলাম। তিনি বলেন, বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকাগামী শিউলি এন্ট্রারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গাইবান্ধাগামী গম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালক ও ট্রাক চালকসহ বাসে থাকা আট যাত্রীসহ দশজন আহত হন। তবে, তাদের মধ্যে গুরত্বর আহত হয়েছেন ট্রাকের চালক। আহতদের উদ্ধার করে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।