ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় বজ্রপাতে নিহতদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া বজ্রপাতে নিহত দুই শ্রমিকের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পৌঁছে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২মে) বিকেলে নিহতদের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ সহায়তার চেক তুলে দেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) নুর পেয়ারা বেগম।

 

তিনি জানান,মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন প্রতি পরিবারকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, মগনাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ চৌধুরী উপস্থিত ছিলেন।