ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলেদের জালে মাছের বদলে প্লাস্টিক-পলিথিন!

পেকুয়া উপজেলা প্রতিনিধি :

নদীতে মাছ নয়, জেলেদের জালে উঠে এলো প্লাস্টিক ও পলিথিন। দখল দূষণের কারণে মাছশূণ্য হয়ে নদীনির্ভর জেলেরা কর্মহীন অসহায় জীবনযাপন করছে। নদী রক্ষায় সরকারের ঝিমিয়ে পড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরো গতিশীল হওয়া উচিৎ।

 

২৪ সেপ্টেম্বর, রবিবার সকাল ৯ টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার বঙ্গোপসাগরের মোহনা ভোলা খাল সংলগ্ন রাবার ড্যাম এলাকায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও জেলে উৎসব অনুষ্ঠিত হয়।

 

ওয়াটার কিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও স্থানীয় পরিবেশ সংগঠন সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের আয়োজনে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে নদী দিবসের মুল প্রবন্ধ পাঠ করেন, সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশন ট্রাষ্টি, পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন। মানববন্ধন ও জেলে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন। বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুপানন্দন বড়ুয়া, সহকারী মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী জালাল উদ্দীন, সাংবাদিক মোহাম্মদ হাশেম প্রমুখ।

 

এসময় কালবেলা প্রতিনিধি এস এম জুবাইদ, পেকুয়া উচ্চ বিদ্যালয়, পেকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় শ্রমিক সংগঠন, মহিলা সমিতি, জেলে ও খেটে খাওয়া সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জেলে উৎসবে বাউল গান পরিবেশন করেন বিশিষ্ট বাউল জাকের ও তার দল।

 

এতে শুকনো নদীর জেলে নামক নাটকে অভিনয় করেন পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার ও জান্নাতুল নাঈমা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, মরিয়ম খাতুন মারিয়া।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪