ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে আশ্রয়ে থাকা মিয়ানমার সেনা ও বিজিপিসহ ২৮৮ সদস্যকে ফেরত পাঠালো বিজিবি,

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) ২৮৮ জন সদস্যকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির কর্মকর্তা ও মিয়ানমার থেকে আসা প্রতিনিধিদের মাধ্যমে ভোর সাড়ে ৪ টার সময় নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গাড়িতে তোলে সড়ক পথে সকাল ৭টার দিকে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট থেকে তাদের সেদেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

 

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে ৪ জন ইমিগ্রেশন সদস্য ২৩ জন সেনাসহ মোট ২৮৮ জন বিজিপি সদস্যকে মিয়ানমার প্রতিনিধ দলে কাছে হস্তান্তর করেছে বিজিবি।

 

শরীফুল ইসলাম বলেন, আজ ভোরে বিজিপি সদস্যদের হস্তান্তর উপলক্ষ্যে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিন ডুইনের উদ্দেশ্যে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট ত্যাগ করে।

 

এর আগে জাহাজে করে আগত মিয়ানমারের প্রতিনিধিরা ১১বিজিবির নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করে।

 

সেখানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজে করে আগত বিজিপি সদস্যদের কাছে আশ্রয় প্রাপ্তদের হস্তান্তর করা হয়।