ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় বন্ধুদের সঙ্গে মগড়ায় নেমে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,নেত্রকোণা:

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বন্ধুদের সঙ্গে মগড়া নদীতে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

শনিবার রাতে নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন আটপাড়া থানার এসআই আরাফাত ইসলাম।

 

নিহত কিশোর মো. লিয়ন মিয়া (১৪) উপজেলার মঙ্গলশ্রী গ্রামের দিপু মিয়ার ছেলে। লিয়ন মদন টি আমিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

 

স্বজনদের বরাতে এসআই আরাফাত বলেন, শনিবার সকালে সোয়া ১০টার দিকে মাঠ থেকে গরুর খাওয়ার জন্যে ঘাস কাটা শেষ করে বাড়ি ফিরে লিয়ন। পরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে মগড়া নদীতে গোসলে নামে।

 

“এ সময় বন্ধুরা গোসল সেরে যার যার মতো নিজেদের বাড়িতে চলে যায়। পরে দুপুর ২টার দিকে চাচা সেলিম মিয়া নদীর পাড়ে লিয়নের কাপড় দেখতে পান। তখন তারা লিয়নের খোঁজ শুরু করেন।”

 

খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে লিয়নের খোঁজ চালান। পরে তাদের সঙ্গে যোগ দেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

 

এক পর্যায়ে রাত পৌনে ৮টার দিকে ডুবুরিরা মগড়া নদী থেকে লিয়নের মরদেহ উদ্ধার করে বলে জানান এসআই আরাফাত।

 

তিনি আরও জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই কিশোরের মরদেহ হস্তান্তর করা হয়েছে।