ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার পৌরসভার দক্ষিণ বড়কাপন জামে মসজিদের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন ৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ বড়কাপন জামে মসজিদের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ১কোটি ৬২লাখ ২হাজার ৮শত ৮৪ টাকা চুক্তিমূল্যে ৬৪০ মিটার দৈর্ঘ্য দক্ষিণ বড়কাপন জামে মসজিে রাস্তা উন্নয়ন এবং ২কোটি ১৫লাখ ২৭হাজার ৯শত ৪ টাকা চুক্তিমূল্যে ১২৮০ মিটার দৈর্ঘ্য দক্ষিণ বড়কাপন জামে মসজিদ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

 

এসময় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সেলিম হক, পৌরসভার নিবার্হী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আব্দুল মালেক, সমাজসেবক শেখ তফাজ্জুল হোসেন তবারক, মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ সহ পৌরসভার কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিত ছিলেন।