ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাঁসিয়াখালী-মেদাকচ্ছপিয়া পিপলস ফোরাম (পিএফ) সাধারণ কমিটির সভা সম্পন্ন

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী ও মেদাকচ্ছপিয়া পিপলস ফোরাম (পিএফ) সাধারণ কমিটির সভা সম্পন্ন হয়েছে।

১৭ এপ্রিল (বুধবার) দুপুরে মেদাকচ্ছপিয়া সিএমইসি অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ আকতার কামাল।

 

নেকম এনআরএম ফ্যাসিলিটেটর মুহাম্মদ সাঈদুর রহমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাঁসিয়াখালী পিএফ সভাপতি পারভীন আকতার ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সিএমইসি সভাপতি জয়নাল আবেদীন।

পিএফ সদস্য মোঃ নাসির উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াত ও টিংকু দাশের গীতা পাঠের মাধ্যমে সভায় বিশেষ অতিথিদের মধ্যে নেকম ইকোলাইফ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান,খ্রিস্টান মেমোরিয়াল স্কুলের অবঃ প্রধান শিক্ষক রুনেন্দু বিকাশ দে, নেকম ইকোলাইফ প্রকল্পের এনআরএম ম্যানেজার মোঃ আবদুল কায়ুম ও চকরিয়া সাইট অফিসার সিরাজুম মনির বক্তব্য রাখেন।

 

সভায় ফাঁসিয়াখালী পিএফ সদস্য খুকি আক্তার ও মেদাকচ্ছপিয়া পিএফ সদস্য মোঃ মোর্শেদ সাধারন কমিটির বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন।

এসময় ফাঁসিয়াখালী -মেদাকচ্ছপিয়া পিপলস ফোরামের (পিএফ) সকল সদস্য বৃন্দ ও নেকম ইকোলাইফ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।