ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলপুরে ২৫ শে মার্চ শহীদদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন

মাসুদ রানা,ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে ২৫ মার্চ সোমবার রাতে ১৯৭১ সালের গনহত্যার শিকার শহীদদের স্মরণে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুবুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কুমার কর্মকার,একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল বাসার, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, শিক্ষক,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,রাজনৈতিক নেত্রীবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।