ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাথরঘাটায় বালুবাহী কার্গোর ধাক্কায় ভাঙল ব্রিজ

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা: বরগুনার পাথরঘাটায় বালুবাহী কার্গোর ধাক্কায় হলতা নদীর ওপর নির্মিত লোহার ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

শনিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে এলজিইডির লোহার ব্রিজটির মাঝের অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর কার্গোর (বাল্কহেডের) চালক ও সহকারীরা সাঁতরে তীরে উঠে আসেন।

 

ব্রিজটি ভেঙে যাওয়ায় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, শতকর সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি আগে থেকেই জরাজীর্ণ ছিল। এলজিইডি জোড়াতালি দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছিল। শনিবার বালুবাহী কার্গোর ধাক্কা লেগে ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়ে। এ সময় কার্গোটি ব্রিজের নিচে আটকে যায়। এতে শিক্ষার্থীসহ দুই পারের বাসিন্দাদের পারাপার বন্ধ হয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দা নাঈম তালুকদার জানান, কার্গো চালকের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে। এখন প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে স্কুলে আসতে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আটকে থাকা কার্গোটির চালক-শ্রমিকরা পালিয়ে গেছেন।

 

পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, ফান্ড না থাকায় দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ব্রিজটির ক্ষয়ক্ষতি দেখে প্রাক্কলন তৈরি করে বরাদ্দের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের বরাবর পাঠানো হবে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করা হবে।

 

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, ব্রিজটি কোনো সংস্থা করেছে খোঁজখবর নিয়ে দ্রুত সংস্কারে পদক্ষেপ নেওয়া হবে। মালবাহী কার্গোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।