ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইয়োগা এসোসিয়েশন কক্সবাজার জেলার সভাপতি রেজা, সম্পাদক জামাল

কক্সবাজার অফিস :

ইয়োগা এসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন ১৬ সদস্যের কমিটির অনুমোদন দেন।

 

এতে সভাপতি হিসেবে এডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান রেজা ও জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি জি.এম জাহিদ ইফতেখার, মো: জানে আলম সাকি, এসএম এনামুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম, যুগ্ম সম্পাদক মো: আলী রেজা তসলিম, মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন, দপ্তর সম্পাদক কাজি আবুল মাসুদ, প্রচার সম্পাদক আবছার কামাল, সদস্য যথাক্রমে-মুকিম খান, মো: সেলিম এজাহার, শাখাওয়াত হোসেন ও জিয়া উদ্দিন লাভু।

 

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন জানান, ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি পর্যটন শহরের ক্রীড়াকে আরো এগিয়ে নেবে বলে আশা করছি। নিয়মিত ক্রীড়া চর্চা আর সমস্ত কর্মসূচি তারা পালন করবেন।

 

কক্সবাজার ইয়োগা এসোসিয়েশনের নতুন কমিটির নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত সমস্ত ইভেন্টে অংশগ্রহণ করবে।