ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সফরের ওয়ানডে দল ঘোষণা করল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

দুই দফায় বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। ইতোমধ্যে অবশ্য একমাত্র টেস্ট শেষ হয়েছে।

যেখানে ৫৪৬ রানের রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ঈদুল আজহার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আবারও বাংলাদেশে আসবে আফগানরা।

আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। এর জন্য ১৯ সদস্যদের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টেস্ট না খেললেও ওয়ানডেতে থাকছেন তারকা স্পিনার রশিদ খান। সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন নুর আহমেদ ও ফরিদ আহমেদ মালিক। দলে জায়গা পেয়েছেন সাইদ আহমেদ শিরজাদ, সেলিম শাফি, জিয়া আকবর ও ইজারুল হক নাভিদ।

বাংলাদেশ অবশ্য গতকালই দল ঘোষণা করেছে। যেখানে দলে ফিরেছেন আফিফ হোসেন, নাঈম শেখ ও তাসকিন আহমেদ।

আফগান দল: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদউল্লাহ কামাল, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সেলিম শাফি, সাইদ আহমেদ শিরজাদ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: