ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নটিংহ্যামের কাছেও হারলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ১০ দলের কেউই এত বেশি ম্যাচ হারেনি। সবমিলিয়ে চলতি মৌসুমে মোট ১৪টি ম্যাচে হেরেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা। সবশেষ ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড।

১৯৯৪ সালের পর প্রিমিয়ার লিগের খেলায় প্রথমবারের মতো ইউনাইটেডকে হারানোর রেকর্ড করলো নটিংহ্যাম। দলের হয়ে গোল করেছেন নিকোলাস ডোমিনগেজ (৬৪মিনিটে) ও মর্গান জিবস হোয়াইট (৮২ মিনিটে)।

ম্যাচের ৭৮ তম মিনিটে গোল করে দলতে সমতায় ফিরিয়েছিলেন মার্কাস র্যাশফোর্ড। এরপর জিবস হোয়াইটের গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। সেই গোল আর শোধ করতে পারেনি ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড। তাদের পয়েন্ট ৩১। অপরদিকে ২০ পয়েন্ট নিয়ে তালিকার নীচ থেকে সপ্তম অবস্থানে রয়েছে নটিংহ্যাম।