ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ বিভাগের নামে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল আনার ঘোষণা শান্ত’র

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহ বাসির পুরনো দাবি বিপিএলে ময়মনসিংহ বিভাগে দল নামে অংশগ্রহণ করুক। তবে সেটা অর্থ সংকটে জন্য হওয়া হয় নি! তবে সেটা দূর হচ্ছে মোহিত উর রহমান শান্ত’র উদ্যোগে বিসিবির প্রতিশ্রুতিতে আগামী বিপিএলে ময়মনসিংহের ক্রিকেট টিম থাকবে এবং নাম হবে ( ব্রহ্মপুত্র এক্সপ্রেস )

জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে বিপিএলের দশম আসর। আগের ৯ আসরে ফ্র্যাঞ্চাইজি দলের নাম, সংখ্যা এবং মালিকানায় পরিবর্তন এসেছে অনেকবার। প্রায় প্রত্যেক আসরেই নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হচ্ছে, কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি দল আবার হারিয়ে যাচ্ছে। বিপিএলের ২০২৫ সালের আসরে আসতে পারে নতুন ফ্র্যাঞ্চাইজি দল।

আসন্ন বিপিএলে খেলবে ৭ দল। ইতোমধ্যে আসরের সূচি চূড়ান্ত হয়ে গেছে। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ২০২৫ সালের আসরে আসতে পারে নতুন দল। ময়মনসিংহ বিভাগের নামে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল আনার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

প্রয়াত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে শান্ত এবার ময়মনসিংহ-৪ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। রাজনীতির এই ব্যক্তিত্ব নিজের ফেসবুকে বিপিএলে ময়মনসিংহের নামে ফ্র্যাঞ্চাইজি দল আনার ঘোষণা দিয়েছেন। এমনকি দলের নামও ঠিক করে ফেলেছেন তিনি।

তবে নিজের অর্থায়নে দল আনছেন না শান্ত। এক শিল্পপতির বিনিয়োগে দল হবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ময়মনসিংহের সকল ক্রিকেট প্লেয়াররা গত বেশ কিছুদিন যাবত বিপিএলে ময়মনসিংহের টিমের জন্য আবদার করছিলেন। শুধুমাত্র উচ্চবিত্তদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা না পাওয়ায় গড়তে পারেনি। এবার এক অনেক বড় শিল্পপতি ভাই প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের টিমে বিনিয়োগ করবেন।’

বিপিএলে ময়মনসিংহ বিভাগের দল আনার বিষয়ে নাকি ইতোমধ্যে বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন মোহিত উর রহমান শান্ত। “ব্রহ্মপুত্র এক্সপ্রেস” নামে আগামী বিপিএলে ময়মনসিংহের ক্রিকেট দল থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।