ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে চার নারীসহ সড়কে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক ও চার নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সংলগ্ন মুকসুদপুরের ডোমড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজধারীর মিরপুর পল্লবী এলাকার সালমা জামান (৩৫)। বাকিদের নাম-পরিচিয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হবে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করছে।

 

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টেকেরহাট-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ জন নারী ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।