ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার আতাইকুলা বাজারে একটি তেলের দোকানে আগুন ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ; অগ্নিদগ্ধ একজন

মাসুদ রানা,পাবনা প্রতিনিধি :

 

পাবনার আতাইকুলা বাজারে শাহা ট্রেডার্স নামের একটি তেলের দোকানে আগুন লেগে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় দোকানের কর্মচারী মো: আলম অগ্নিদগ্ধ হয়েছে। তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে পেট্রোলের ড্রামে আগুন লেগে যায়। খবর পেয়ে সাঁথিয়া ও পাবনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনে সূত্রপাত ফায়ার সার্ভিস তা জানাতে পারিনি।

 

দোকান মালিক বিষ্ণুপদ সাহা জানান, আগুনে প্রায় তার ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।