ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর আয়োজনে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার ১৮ মার্চ দুপুরে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মুহিন, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুবিন, প্রচার সম্পাদক মো. আব্দুল কদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন প্রমুখ।উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ, ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব অজয় কুমার দাস চৌধুরী, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান সুলেমান হোসেন ভুট্ট, ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের সচিব দিজেন্দ্র কুমার দেবসহ আরো অনেকে। কমলগঞ্জ উপজেলায় মোট ১১০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।