ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘টুয়েলভথ ফেল’ খ্যাত আইপিএস কর্মকর্তা মনোজ কুমারের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক:

 

‘টুয়েলভথ ফেল’ খ্যাত ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা মনোজ কুমার শর্মা পদোন্নতি পেয়েছেন। তিনি মহারাষ্ট্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) থেকে ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদে উন্নীত হয়েছেন। মনোজের এই পদোন্নতি তার পেশাজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

গত ১৫ মার্চ দেশটির কেন্দ্রীয় সরকার ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের ব্যাচের আইপিএস কর্মকর্তাদের পদোন্নতির অনুমোদন দেয়। পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকায় রয়েছেন মনোজ। মনোজ তার পদোন্নতির এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন।

 

কর্মজীবনের কঠিন পথজুড়ে যারা সাহায্য-সহযোগিতা-সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনোজ। তিনি বলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে আজ তিনি আইজি হলেন।

 

এর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোজের অনুসারীরা তার কৃতিত্বের প্রশংসা এবং একটি সত্য অনুপ্রেরণামূলক গল্প হিসেবে আখ্যায়িত করে।

একজন ব্যক্তি লিখেছেন, অভিনন্দন, মনোজ স্যার। আপনার গল্প আমাদের খুব অনুপ্রাণিত করেছে। আপনার এটি প্রাপ্য।

 

আরেকজন লিখেছেন, অভিনন্দন! আপনি তরুণ প্রজন্মের জন্য সত্যিকারের অনুপ্রেরণা।

 

এই দেশে আপনার মতো স্পষ্টভাষী এবং সৎ অফিসার দরকার, এমন মন্তব্যও করেছেন।

 

এর আগে আইপিএস কর্মকর্তা মনোজের জীবনের গল্প নিয়ে ২০১৯ সালে ‘টুয়েলভথ ফেল’ নামের একটি উপন্যাস লেখেন ভারতীয় ঔপন্যাসিক অনুরাগ পাঠক। এই উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা বানান বিধু বিনোদ চোপড়া। সিনেমাটি গত বছরের ২৭ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ২৯ ডিসেম্বর মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। অনুপ্রেরণামূলক সিনেমাটি দারুণভাবে সাড়া ফেলে।