ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে’অনুষ্ঠিত,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,

 

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার সময়ে নাইক্ষ্যংছড়ি থানা’ কম্পাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান।

 

কমিউনিটি পুলিশের সভাপতি ও সদর ইউপি চেযারম্যান নুরুল আবছার ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, থানা’র পুলিশ অফিসার তৌহিদ,কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার,ফুলতলী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেনসহ অনকে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে জন প্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।