মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
ভূমিহীন-গৃহহীমুক্ত ঘোষণার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবের সভাক্ষকে অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক,উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য সানজিদা আক্তার রুনা, মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ,উপজেলা প্রাণীসম্পদের ছৈয়দ নুর,থানা’র অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই তৌফিক ইসলাম,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সত্তার,উপজেলা সভায় ওই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রাধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৬৪৭টি বসতবাড়ি নির্মাণ করে সুবিধাভোগীদের মাঝে প্রদান করা হয়েছে।