ই-পেপার | রবিবার , ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় আগুনে পুড়ল ৫ বসতঘর

এমকে আলম চৌধুরী :

 

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পাঁচটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার মগনামা ইউনিয়নের বেদেরবিল পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম বলেন, সকালে বেদেরবিল পাড়া এলাকার শাহেনা বেগমের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তীব্রতা বেশি থাকায় আগুনের শিখা ছড়িয়ে পড়ে নুর হোসেন, নুর মুহাম্মদ ও মো. এনাম ও আতিকুর রহমানের বসতবাড়িতে। আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা সকলেই চাচাতো জেঠাতো ভাই।

 

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগে সবকিছু পুড়ে গেছে।

 

মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের মধ্যে দু’জন লবণ ব্যবসায়ী ছিল। তাদের নগদ টাকাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা দিয়েছি। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।