ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তথ্যপ্রযুক্তি খাতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:

 

তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, বিজ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠাগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সাক্ষাৎ হয়। এসময় হাইকমিশনারকে এ আগ্রহের কথা জানান শিক্ষামন্ত্রী।

 

এসময় ঢাকার ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর পাওয়ান বাডে, ঢাকার ভারতীয় হাইকমিশনের প্রটোকল অফিসার সুভাষ ভাস্কর উপস্থিত ছিলেন।

 

হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তথ্যপ্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত শিক্ষায় দুই দেশের অভিজ্ঞতা ভাগাভাগির উপর গুরুত্বারোপ করেন।