ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে বিদেশি মদসহ আটক মাদক ব্যবসায়ী

মাসুদ রানা, ফুলপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে বিদেশি ৮ বোতল মদসহ আটক মাদক ব্যবসায়ী চক্রের ১ সদস্য। সকাল ৮ ঘটিকায় ফুলপুর সিএনজি স্টেশন থেকে রফিকুল ইসলাম ( ৩৫) নামক ১ জন মাদক ব্যবসায়ী কে আটক করে আনসার সদস্যরা, অপর দুই জন পালিয়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা।

 

আটককৃত রফিকুল ইসলাম হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের মোঃ আব্দুল হাই এর। রফিকুল ইসলাম সকালে হালুয়াঘাট থেকে রওনা হয়ে ফুলপুর সিএনজি স্টেশন থেকে সিএনজি দিয়ে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় আনসার ও ভিডিপির সদস্য তাদের উপস্থিতি টের পেলে বাকিরা পালিয়ে গেলেও সে আটক হয়।

 

এরপর আটক মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম কে ফুলপুর থানা পুলিশের হেফাজতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে হাজির করা হবে জানানো হয়েছে।