ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার বাংলাদেশে পালিয়ে এসেছে আরকান আর্মির ৫ সদস্য

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

 

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে এবার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির ৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি আমবাগান এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি আমবাগান এলাকা দিয়ে আরকান আর্মির ৫ সদস্য বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা স্থানীয় হেডম্যান পাড়ার লোকজনের সাহায্যে গাড়িতে করে কক্সবাজারের একটি হাসপাতালে পৌঁছে সেখানে চিকিৎসা নিচ্ছে।

 

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান বলেন, আরকান আর্মির ৫ সদস্যকে আহত অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এর আগে গত ৫ ফেব্রুয়ারি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ অন্যান্য বাহিনীর ৩৩০ জন সদস্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ভয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের ইনানী নৌ-বাহিনীর জেটি ঘাট দিয়ে জাহাজে করে মিয়ানমার ফেরত পাঠানো হয়।