ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় এক সন্ত্রাসীর মৃত্যু

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

 

ময়মনসিংহে রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজু (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় এ-ঘটনাটি ঘটেছে।

নিহত যুবক ময়মনসিংহ নগরীর লিচু বাগান মহল্লার আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন সিএনএন বাংলা২৪ কে বলেন, ‘রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে কারা হত্যা করেছে পুলিশ খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।