ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মধ্যে সরকারী সহায়তার নগদ অর্থ প্রদান

মাসুদ রানা, ফুলপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মধ্যে সরকারী সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত ১৬ ই ফেব্রুয়ারি ময়মনসিংহের আলালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মৃত্যু হয়।এর মধ্যে ৬ জন ফুলপুরের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। নিহতের প্রত্যেকের পরিবারকে সরকারি সহায়তার নগদ ২০০০০ ( বিশ) হাজার টাকা করে প্রদান করা হয়। অপরদিকে ফুলপুরে সাহাপুরে

সড়ক দুর্ঘটনায় নিহতের পিতা আমিনুল ইসলাম এর হাতে জেলা প্রশাসক এর নির্দেশে ৩৫০০০ ( পঁয়ত্রিশ) হাজার টাকা ও ময়মনসিংহ পুলিশ সুপার এর পক্ষ থেকে ২০০০০ ( বিশ) হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কুমার কর্মকার,ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন সহ

এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নগদ অর্থ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, আপনাদের সান্তনা দেওয়ার ভাষা আমার জানা নেই, সৃষ্টিকর্তা ওনাদের বেহশত নসিব করুন।