ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্তে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত বাংলাদেশিদের রুহের মাগফেরাত কামনায় বিএনপির উদ্যোগে দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুমা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী, কুমিল্লা, ঝিনাইদহ, জামালপুর, কক্সবাজার, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় এ দোয়া মাহফিল হয়।

 

বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পাবনা দারুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটসহ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতারা।

চট্টগ্রাম মহানগর বিএনপি ও উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতারা।

 

ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পীসহ নেতারা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনও দোয়া মাহফিল করেছে।

 

কক্সবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগর, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অঙ্গ সংগঠনের নেতারা।

 

পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম-আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ শীর্ষ নেতারা।