ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাগ্রত জালালাবাদ’র চেয়ারম্যান পর্ষদ গঠিত

নিজস্ব সংবাদদাতা :

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার অরাজনৈতিক ও সামাজিক সংগঠন জাগ্রত জালালাবাদ। ইতোপূর্বেও সংগঠনটি মানবিক ও সামাজিক কর্মে আপামর জনতার দৃষ্টি কেড়েছে।

 

সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট চেয়ারম্যান পর্ষদ গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদ এবং কো-চেয়ারম্যান হিসেবে মামুনুর রশিদ ও মোহাম্মদ আয়ুবকে করা হয়।

 

মনোনীত চেয়ারম্যান অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদ জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি। কো-চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি ও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক। অপর কো-চেয়ারম্যান মামুনুর রশিদ প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক।

 

চেয়ারম্যান পর্ষদের নেতৃবৃন্দ ইতোপূর্বে সংগঠনের অগ্রগতি, বিস্তার লাভ ও প্রচার-প্রসারে গুরুত্বপুূর্ণ অবদান রেখেছেন এবং ভবিষ্যতেও তাঁদের মেধা-মননশীলতা ও কর্মদক্ষতায় জাগ্রত জালালাবাদকে সাফল্যের দ্বারপ্রান্তে পোঁছে নেবেন বলে আহবায়ক কমিটির নেতারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।