ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবের নামের তালিকা প্রকাশ করেছে।

সিএনএন বাংলা২৪,ডেস্কঃ

আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে এটা অনেকটা নিশ্চিতই ছিল। এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তরে খেলতে প্রয়োজন ছিল ক্লাব লাইসেন্সিং। এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি বসুন্ধরা কিংসের ক্লাব লাইসেন্সিং আবেদন মঞ্জুর করেছে। ফলে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ এখন শুধু সময়ের অপেক্ষা কেবল।

 

এশিয়ান ফুটবল কনফেডারেশন এশিয়ার বিভিন্ন দেশের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবের নামের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে তিনটি আবেদন হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের জন্য। এর মধ্যে শুধু বসুন্ধরা কিংসের আবেদনই গৃহীত হয়েছে। বসুন্ধরা কিংসের আবেদন গৃহীত হয়েছে কোনো শর্ত ছাড়াই। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের ১২ ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের লাইসেন্সিংয়ের আবেদন করেছিল। ৪ টি ক্লাব নিঃশর্ত অনুমোদন পেলেও পাচটি ক্লাবের কিছু শর্ত পূরণ করতে বলা হয়েছে। এর মধ্যে কলকাতার অ্যাথলেটিকো মোহনবাগানও রয়েছে। বসুন্ধরা কিংসের ক্ষেত্রে কোনো শর্ত বা পর্যবেক্ষণ নেই।

 

এশিয়ায় ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর এএফসি কাপ। সেই এএফসি কাপের ক্লাব লাইসেন্সিংয়ের তালিকাও একই সঙ্গে প্রকাশ করেছে এএফসি। বাংলাদেশের চারটি ক্লাব এই স্বীকৃতির জন্য আবদেন করেছিল। এর মধ্যে শুধু বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর আবেদন গৃহীত হয়েছে। বাংলাদেশের দুই ক্লাবই শর্তহীন লাইসেন্স পেয়েছে।

 

বসুন্ধরা কিংস এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে। এর পেছনে অনেকটা অবদান তাদের প্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনীর। এএফসি কাপের জোনাল প্লে অফ খেলায় বাংলাদেশের ক্লাব র্যাংকিংয়ের পয়েন্ট বৃদ্ধি পায়। পাশাপাশি বসুন্ধরা কিংসের গত দুই বার এএফসি কাপের অর্জিত পয়েন্টও এর সঙ্গে যোগ হয়েছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪