ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হোটেলে পানি খাওয়া নিয়ে মহেশখালীতে যুবক খুন

আবুল কাশেম, মহেশখালী :

কক্সবাজারের মহেশখালীতে সোহেল (২৮) নামের এক জেলে শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। স্থানীয় সন্ত্রাসী এহছান গুলি করে সোহলেকে খুন করেছে বলে জানিয়েছেন তার মা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় মহেশখালীর মগরিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল বড় মহেশখালী মগরিয়াকাটা আমতলী গ্রামের উসমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বড় মহেশখালী আমতলী দোকানের ভেতর গ্লাস থেকে পানি খাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে ওই কথাকাটাকাটির জের ধরে মগরিয়াকাটা আমতলী এলাকায় এহছান অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে সোহেলকে গুলি করে হত্যা করে। তাকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় আরও ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’