ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃষ্টি আর শীতে খুলনায় নগর জীবনে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক:

 

খুলনা: ভোর থেকে খুলনায় বৃষ্টি পড়েছে। মাঘের শীত ও বৃষ্টি মাথায় নিয়ে নগরীতে যারা রাস্তায় বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে।

 

অধিকাংশ সড়কেই পানি কাঁদা জমে যাওয়ায় ভোগান্তি সৃষ্টি হয়েছে।বুধবার (৩১জানুয়ারি) বৃষ্টিপাত আর হিমেল হাওয়ায় শীতে জবু থবু হয়ে পড়েছে খুলনার মানুষ। বিশেষ করে সকালে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা চরম বিপাকে পড়েছেন। এক প্রকার বৃষ্টিতে ভিজেই শীতের মধ্যে স্কুলে যেতে হচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের সরকারি আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 

এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে বুধবার (৩১ জানুয়ারি) খুলনা বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এমনকি দিনের অন্যান্য সময়েও গুঁড়ি বৃষ্টি হতে পারে।