ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থকে একশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় গোপালগঞ্জ পুলিশ লাইনের ড্রিল সেড কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

 

পুলিশ সুপার আল-বেলী আফিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) গাজী বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ডা. মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ অনেকে।

 

পরে পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।