নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নাম্বার মেইন পিলার দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- যশোর ৪৯ বিজিবির সিও জামিল আহম্মেদ ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা।
উল্লেখ্য: গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনের গুলি করে হত্যা করে বিএসএফ। ৪৮ ঘণ্টা পর বুধবার বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।