ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহালছড়িতে ইউপিডিএফের ২ জনকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতদের মধ্যে রবি কুমার চাকমার (৪৫) নাম জানা গেছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ির দূরছড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। দুজনকে হত্যা করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ। ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেছেন তিনি।