আবদুল হাকিম রানা, পটিয়া:
পটিয়া প্রতিবন্ধী উন্নয়ন সংঘের উদ্যোগে সংগঠনের সদস্যদের মাঝে সরকার প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক ছিলেন পটিয়া বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সহ সভাপতি মো: নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)র কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা,দক্ষিণ গোবিন্দারখীল আনসার ভিডিপি উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যাক্তিত্ব মো: নুরুল আলম, হাইদগাও ইউপির ৩নং ওয়ার্ড সদস্য আবুল কাসেম। সঞ্চালনায় বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক : মোঃ সেলিম উদ্দিন।
এতে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদেরকে বাদ দিয়ে কখনো স্মার্ট বাংলাদেশ হবে না। তারা সরকারের বিধি ও নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা প্রদান এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে প্রতিবন্ধী কোঠায় চাকুরীর নিশ্চিত করার দাবি জানান।এতে প্রধান অতিথি ডি এম জমির উদ্দিন প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও চিকিৎসা সহ যাবতিয় কার্যক্রম পরিচালনায় একটি মান সম্মত অফিসের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তাদের নায্য অধিকার প্রতিষ্টায় সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত।
এ আয়োজনের জন্য প্রতিবন্ধী সংঘের সকল সদস্যদের ধন্যবাদ জানান।