ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাইক্রোবাস চাপায় পুলিশের এএসআই নিহত

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের চাপায় মোটরসাকেল চালক মো. নুর আহমেদ (৪৫) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২.টার দিকে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত নুর আহমেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার পুলিহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি প্রায় তিন বছর যাবত নান্দাইল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

ময়মনসিংহের নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এএসআই নুর আহমেদ থানা থেকে মোটরসাইকেলে তার বিট এলাকা চর বেতাগৈর যাচ্ছিলেন। পথিমধ্যে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এএসআই নুর আহমেদ মারা যান। মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়।

এ-বিষয়ে ওসি মোঃ আব্দুল মজিদ আরও বলেন, ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।