ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

সিএনএন বাংলা২৪,ঢাকা:

ঝিনাইদহের শৈলকূপা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলতাফ ওরফে টুকু আলী শেখকে (৭০) ২৩ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১০ জুন) দিবাগত রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে র‍্যাব-৩ তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আলতাফের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকূপা থানায় ২০০১ সালের ৭ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২৩ সালের মে মাসে আলতাফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলা দায়েরের পর থেকেই আলতাফ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: