ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রিয়াল মাদ্রিদের সঙ্গে পাকা কথা হয়ে গেছে রুডিগারের

ক্রীড়া ডেস্ক :
নতুন বছরের শুরুটা জয় দিয়েই করল রিয়াল মাদ্রিদ। মায়োর্কা কঠিন প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত রিয়ালকে আর আটকাতে পারেনি। লস ব্লাংকোদের জয় ১-০ ব্যবধানে। ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন অ্যান্তনি রুডিগার।

এ নিয়ে সব প্রতিযোগীতায় ১৮ ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছিল কার্লো আনচেলোত্তির দল। এরপর থেকে ছুটছেই রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে বলের দখল, আক্রমণে এগিয়ে ছিল রিয়ালই।

একের পর এক সুযোগ ধরা দিয়েছে স্বাগতিকদের সামনে। তবে রিয়ালের রক্ষণে বার কয়েক হানা দিয়ে কাঁপন ধরায় মায়োর্কার ফরোয়ার্ডরা। ভাগ্য সহায় থাকায় গোল হজম করতে হয়নি। সাঞ্চেজের শট পোস্টে এবং কোস্তার শট ক্রসবারে লেগে ফেরায় এগিয়ে যাওয়া হয়নি মায়োর্কার।

রিয়ালেরও একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফেরায় অপেক্ষা আরো বাড়ে। অবশেষে ৭৮ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন রুডিগার। লুকা মডরিচের কর্নারে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। এই জয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।